লিবিয়া উপকূলে ১৭০ অভিবাসী নিয়ে নৌকাডুবি..

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ১২:৫৮ অপরাহ্ণ

লিবিয়া উপকূলে ১৭০ অভিবাসী নিয়ে নৌকাডুবি..
ফাইল ছবি।
apps

লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানা গেছে। তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের মানবিক সহায়তা বিষয় সংস্থা এসওএসের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়।

তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি তারা।

খবর পেয়ে তাদের উদ্ধার কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

নৌকাডুবির ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও ১০ জনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা।

Development by: webnewsdesign.com