লিটনের দুর্দান্ত ক্যাচে মুস্তাফিজের দ্বিতীয় উইকেট

বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | ২:০৪ অপরাহ্ণ

লিটনের দুর্দান্ত ক্যাচে মুস্তাফিজের দ্বিতীয় উইকেট
apps

বৃষ্টির বাধায় এক ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যচ শুরু হয়েছে। লম্বা এই বিরতিতে কমেনি ম্যাচের দৈর্ঘ্য। বিরতির পর মাঠে নেমেই মুস্তাফিজ তুলে নেন দ্বিতীয় উইকেটটি। গালিতে ডান দিক ঝাঁপিয়ে পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বলকে তালুবন্দি করলেন লিটন দাস। এর ফলে মুস্তাফিজুর পেলেন রহমান জশুয়া ডি সিলভার উইকেট।

বাঁহাতি পেসারকে ড্রাইভ করতে চেয়েছিলেন ডি সিলভা। ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল থার্ড ম্যানে। এমন কিছুর জন্যই গালিতে ছিলেন লিটন। দারুণ দক্ষতায় কাজে লাগান কঠিন সুযোগ। ১৩ বলে ১ চারে ৯ রান করেন ডি সিলভা। ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৫/২। দুটি উইকেটই নিয়েছেন মুস্তাফিজ। ক্রিজে আন্দ্রে ম্যাককার্থির সঙ্গী অধিনায়ক জেসন মোহাম্মেদ।

বৃষ্টি থামার পর শুরু হয়েছিল মাঠ প্রস্তুতের কাজ। সরানো হয়েছিল কাভার। প্রস্তুতি চলছিল খেলা শুরুর। এমন সময়ে আবার নেমেছে বৃষ্টি। সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির চোখ রাঙানির মধ্যেই শুরু হয়েছিল খেলা। চতুর্থ ওভারের মাঝপথে নেমেছে বৃষ্টি, বন্ধ হয়ে গেছে খেলা।

৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫/১। জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি দুই জনেই ৪ রানে ব্যাট করছেন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউ করে বিদায় করেছেন সুনিল আমব্রিসকে।

আগের ওভারের শেষ বলে রুবেল হোসেনকে চমৎকার এক ছক্কা হাঁকান আমব্রিস। বাঁহাতি পেসার মুস্তাফিজের মিডল স্টাম্পে পড়া বল খেলতে চেয়েছিলেন লেগে। কিন্তু একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন এই ওপেনার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউয়েও পাল্টায়নি সিদ্ধান্ত। ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০/১। ক্রিজে জশুয়া ডি সিলভার সঙ্গী আন্দ্রে ম্যাককার্থি।

Development by: webnewsdesign.com