লিওনেল মেসিকে আরও এক বছরের চুক্তির প্রস্তাব করেছে পিএসজি

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ | ৬:৩৭ অপরাহ্ণ

লিওনেল মেসিকে আরও এক বছরের চুক্তির প্রস্তাব করেছে পিএসজি
apps

লিওনেল মেসিকে আরও এক বছরের চুক্তির প্রস্তাব করেছে পিএসজি। স্প্যানিশ দৈনিক মার্কা এমনটি জানিয়েছে। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি কোনো পক্ষ। তবে পিএসজি কর্তৃপক্ষ এই চুক্তির ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছে। মেসির সঙ্গে আসছে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের।

এর আগে ২০২১ সালে ১৬ বছরের সম্পর্ক শেষে প্রাণের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। তবে প্রথম মৌসুমটি তার মোটেও ভালো কাটেনি। যদিও দলের সঙ্গে মানিয়ে নেওয়া, ইনজুরি, করোনা ও অন্য অনেক কারণে নিজেকে মেলে ধরতে পারেননি।

Development by: webnewsdesign.com