লালমোহনে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

লালমোহনে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
apps

ভোলার লালমোহনে বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন চিত্তরঞ্জন দাস (৬৫) নামে এক বৃদ্ধ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডা. আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড নমগ্রামের মৃত হিরালাল দাসের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন পেশায় লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সকালে মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন।সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, বাস শনাক্ত করা যায়নি, তবে সন্দেহভাজন হিসেবে দুটি বাস আটক করা হয়েছে।

Development by: webnewsdesign.com