প্রথমবারের মত লালমনিরহাট জেলায় নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন আবিদা সুলতানা। একইসাথে দায়িত্ব বুঝে দিয়ে জেলা ত্যাগ করে নতুন কর্মস্থল চট্রগ্রামের উদ্দেশ্যে বিদায়ী পুলিশ সুপার এসএম রশিদুল হক।
বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় সাবেক পুলিশ সুপারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন এসপি আবিদা সুলতানা।
এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। একই আদেশে সাবেক এসপি এসএম রশিদুলক হককে চট্রগ্রাম পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্যের কার্যালয়ে লালমনিরহাট পুলিশ সুপার হিসেবে যোগদান করে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন নবাগত এসপি আবিদা সুলতানা। এরপর সন্ধ্যায় তিনি লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী এসপি এসএম রশিদুল হক। এরপর দায়িত্ব বুঝে নিয়ে সাবেক এসপিকে বিদায় জানান তিনি। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন আবিদা সুলতানা। কৃতিত্বপুর্ন কাজের জন্য তিনি বিপিএম-সেবা ও পিপিএম-সেবা পদকেও ভূষিত হন।
পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন নবাগত পুলিশ সুপার আবিদা সুলতানা।
ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাট জেলায় প্রথমবারের মত নারী পুলিশ সুপারের যোগদানের খবরে নানান গুনজন শুনা যাচ্ছে।মাদকের ডুবে থাকা জেলায় সদ্য বদলি এসপি এসএম রশিদুল হক যোগদান করে সাড়ে তিন বছরে মাদক নিয়ন্ত্রনে সক্ষম হয়েছেন। যার কারনে দেশের প্রধান মাদকের নিরাপদরুট বাণিজ্যিক নগরী চট্রগ্রাম জেলায় তাকে পদায়ন করা হয়েছে। তার সেই মাদকমুক্ত করার আন্দোলন ধরে রাখতে নারী হলেও বিপিএম ও পিপিএম সেবা পদকপ্রাপ্ত এসপি আবিদা সুলতানা যোগদান করছেন লালমনিরহাটে।
এ আন্দোলন আগামী দিনেও অব্যহত রাখবেন বলে আশাবাদী সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
Development by: webnewsdesign.com