লালমনিরহাটের পাটগ্রামে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি আবুল হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ওই ঘটনায় হেলাল উদ্দিন (৩২) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের বুড়িয়াটারী উফারমারা এলাকায়।
বুড়িমারীতে এ ঘটনায় দায়েরকৃত তিন মামলায় এ নিয়ে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হলো। লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার নতুন করে গ্রেফতারকৃত হেলাল উদ্দিনকে আজ রোববার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com