লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ পড়ে ছিল । সেই লাশ খাচ্ছিল শেয়াল। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে । বুধবার রাত ৯টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চল গোবর্দ্ধন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
আদিতমারী থানার উপ-পরিদর্শক(এসআই) হারুন অর রশিদ বলেন, তিস্তা নদীতে ভেসে আসা একটি লাশ নদীর চরে আটকা পড়ে। শেয়াল খাচ্ছিল সেই লাশটি। বুধবার সন্ধ্যার পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা কামনা করে। পরে রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহটির মুখমন্ডল ও পেট সম্পূর্ণভাবে নষ্ট হওয়ায় বয়স বা নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com