লাইব্রেরিতে না বসায় শিক্ষকদের জ্ঞান হারিয়ে যাচ্ছে : অধ্যাপক আবু সায়ীদ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | ৪:৫০ অপরাহ্ণ

লাইব্রেরিতে না বসায় শিক্ষকদের জ্ঞান হারিয়ে যাচ্ছে : অধ্যাপক আবু সায়ীদ
লাইব্রেরিতে না বসায় শিক্ষকদের জ্ঞান হারিয়ে যাচ্ছে : অধ্যাপক আবু সায়ীদ
apps

শিক্ষকরা এখন আর লাইব্রেরিতে পড়েত যান না। ঠিক সে কারণেই শিক্ষকদের জ্ঞান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, আলোকিত মানুষ গড়ার কারিগর ও রাজশাহী কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ‘কথা ও গল্প’ আয়োজনে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আবু সায়ীদ বলেন, সেই শিক্ষকই প্রকৃত শিক্ষক যিনি তার জানানোর পরিমাপ দিয়ে ছাত্রদের পরাজিত করতে পারবে। কোনো শিক্ষকের ওপর রাগ, অভিমান, ক্ষোভ থাকতে পারে কিন্তু যদি কোনো শিক্ষক যোগ্য হয় অবশ্যই তার সম্মান পাবে।

তিনি আরও বলেন, কোচিং সেন্টার কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না। কোচিং সেন্টার শিক্ষার্থীকে দক্ষ করতে পারে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানই তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। যদি কেউ জিজ্ঞেস করে তুমি জীবনে কার কাছে সব থেকে বেশি পেয়েছ, তাহলে আমাকে বলতেই হবে আমার শিক্ষকদের কাছ থেকে।

প্রায় ৩০ মিনিট ধরে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তার স্বভাবসুলভ হাস্যরসে ‘কথা ও গল্প’ দিয়ে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মুগ্ধ করে রাখেন। বক্তব্যের শুরুতেই তিনি রাজশাহী কলেজে শিক্ষক হিসেবে প্রথম যোগদানের স্মৃতিচারণ করেন। চাকরিকালে বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতার কথা সরস ভাষায় তুলে ধরেন।

Development by: webnewsdesign.com