লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ | ৩:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
apps

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সুজন দাস (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

শুক্রবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সুজন স্থানীয় মটবী গ্রামের জগদিস চন্দ্র দাসের ছেলে ও সেলুন দোকানি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা মনির,সজিব ও সুজন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মান্দারী বাজারে যাচ্ছিলেন। এসময় চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে এসে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন বাম দিকে পড়ে আহত হন অপরজন (সুজন) ডান দিকে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

Development by: webnewsdesign.com