লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | ২:১৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর
apps

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ফয়সাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ফয়সাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জের কালা মিয়ার ছেলে। একই ঘটনায় আর একজন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নিজ বাড়ি থেকে মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পিয়ারাপুর খেজুরতলা এলাকায় পৌঁছায়।

এসময় ইটেরগাড়ি ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপা পড়ে ফয়সাল ও আরমানসহ দুজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে ফয়সাল হোসেন মারা যান। আহত আরমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Development by: webnewsdesign.com