লকডাউন আর বাড়বে কি না ‘কাল’ জানা যাবে

সোমবার, ০২ আগস্ট ২০২১ | ৩:২০ অপরাহ্ণ

লকডাউন আর বাড়বে কি না ‘কাল’ জানা যাবে
apps

চলমান বিধিনিষেধ লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত থাকবে। তবে এরপর লকডাউন আর বাড়বে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি।

সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৫ তারিখের পর লকডাউন চলমান থাকবে কিনা, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা হবে এ বৈঠকে।

মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ বৈঠকে সভাপতিত্ব করবেন৷

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৫ আগস্টের পরও বিধিনিষেধ চলমান রাখার সিদ্ধান্ত আসতে পারে এ বৈঠকে। তবে বেশকিছু ক্ষেত্রে আসবে শিথিলতা। এর মধ্যে ১ আগস্ট থেকে শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

৬ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত এবং দোকানপাট খুলে দেওয়া হতে পারে। তবে গণপরিবহন চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।

এর আগে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি ৫ আগস্টের পরও বিধিনিষেধ বহাল রাখার সুপারিশ করে। মঙ্গলবার মন্ত্রিপরিষদের এ বৈঠকের পর সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

সেখান থেকে অনুমোদনের পর বুধবার এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

Development by: webnewsdesign.com