লকডাউনে জবিতে বাড়লো বন্ধের মেয়াদকাল

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

লকডাউনে জবিতে বাড়লো বন্ধের মেয়াদকাল
apps

করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে সরকারের দেয়া লকডাউনের সময়কাল বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগ/দপ্তর বন্ধের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এ ব্যাপারে উপাচার্যের (ভারপ্রাপ্ত) আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মােঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে জারিকৃত প্রজ্ঞাপনের নিমিত্তে ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। এই সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লকডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট এবং নিরাপত্তা) চালু থাকবে এবং সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালিত হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পেতে থাকায় গত ৩১ মার্চ প্রথম ধাপের লকডাউনের আগেই সরকারি নির্দেশনা মােতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ/দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে পরিচালনা ও বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল এবং ২১ এপ্রিল থেকে ২৮ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সীমা বাড়ানো হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৯

Development by: webnewsdesign.com