র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে রাজধানীতে কুখ্যাত ডাকাত,কানা শহীদ নিহত

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১:১৩ অপরাহ্ণ

র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে রাজধানীতে কুখ্যাত ডাকাত,কানা শহীদ নিহত
apps

রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গুলিবিনিময় হয়েছে। এতে কুখ্যাত ডাকাত শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

 

আজ বুধবার সকালে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ কথা জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, র‍্যাব-১-এর সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ে শহীদ হোসেন নিহত হন। গুলিবিনিময়ের ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন।ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ২১টি কারতুজ ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব।

Development by: webnewsdesign.com