র‌্যাব-৯ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক বনদস্যু লিটন গ্রেফতার

সোমবার, ১৪ মার্চ ২০২২ | ২:২২ অপরাহ্ণ

র‌্যাব-৯ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক বনদস্যু লিটন গ্রেফতার
apps

১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বনদস্যু মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী লিটন সাঁওতালের। দন্ডপ্রাপ্ত বনদস্যু হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতাল (৪২)।

জানা যায়, ২০০৪ সালে বন আইন অমান্য করায় লিটনের নামে মামলা হয়। মামলা রুজুর পর সাক্ষীরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় হবিগঞ্জের বন বিচার আদালত-১ উক্ত বনদস্যুর বিরুদ্ধে ০৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা সম্বলিত সাজা গ্রেফতারী পরোয়ানা জারী করে।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার (১৩ মার্চ, ২০২২) দুপুর ১টা পয়ত্রিশে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর অপারেশন টিম চুনারুঘাটের আমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-৯ বনদস্যুদের প্রতি গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়াও পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত বনদস্যুকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com