সিলেটে পৃথক দুইটি অভিযানে ১৫২ বোতল বিদেশী মদ, ২৪ বোতল বিয়ার ও ১০.৫কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর বিভিন্ন ক্যাম্প। র্যাব-৯ সূত্রে জানাযায় সিলেটে এর পৃথক দুইটি অভিযানে মোট ১৫২ বোতল বিদেশী মদ ও২৪ বোতল বিয়ার উদ্ধার করে। ১১মার্চ ২০২২ তারিখ ভোর চার ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী,সিলেট এর একটি আভিযানিক দল সিলেট জেলার কানাইঘাট থানাধীন ২নং ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ বোতল বিদেশী মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। অপর আরেক অভিযানে সদর কোম্পানী, সিলেট অদ্য ১২ মার্চ ২০২২ তারিখ ভোর সাড়ে চারটার সময় গোপন তথ্যের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ইটাখোলা মোড় সংলগ্ন লালাখালগামী পাকা রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে ১০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র্যাব-৯ এর কাছে তথ্য ছিল যে, মাদক ব্যবসায়ী চক্রের কতিপয় সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। র্যাব উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, রাতের যে কোন সময় গাঁজার একটি বিশাল চালান চুনারুঘাট এলাকায় ক্রয়-বিক্রয় হবে।
এরই প্রেক্ষিতে গত শুক্রবার (১১ মার্চ ২০২২)ইং তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকা রসময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৩নং দেওরগাছ ইউপির বাগারুক নামক জায়গা থেকে ১০.৫ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ী(ক) মোঃ কাওছার মিয়া(২৫), পিতা-মোঃ আব্দুল জাহির, মাতা-মোছাঃ আছিয়া খাতুন, সাং-বাগারুক, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিজের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাছাড়া সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে যে, এসব মাদক চোরাচালানের উদ্দেশ্যে অসাধু কিছু ব্যক্তির মাধ্যমে আনাহয়। র্যাব-৯ মাদকনির্মূলে অভিযান অব্যহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com