র্যাবের অভিযানে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ মামলার আসামী ভারতীয় সীমান্ত এলাকা হতে গ্রেফতার জনৈক পরিদ্র শব্দকর(৬৫), পিতা-মৃত ইন্দ্র শব্দকর, সাং-ধাতাইলগাঁও, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার-এর প্রতিবন্ধি মেয়ে (২৫)’কে অভাবের কারণে পার্শ্ববর্তী উবাহাটা গ্রামের রজত ধর(৫০), পিতা-মৃত লক্ষী ধরের বাড়ীতে বিগত ৯/১০ মাস পূর্বে কাজে দেয়। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধি মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। ইহাতে মেয়েটি তথায় কাজে যাওয়া বন্ধ করিলে কিছু দিনের মধ্যে তাহার শরীরে অস্বাভাবিকতা প্রকাশ পায়। এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করিলে সে ০৬ মাসের অন্তঃসত্তা বলিয়া জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৫/৩/২২ইং, ধারা-নারী ও শিশু(সংশোধনী/০৩)-এর ৯(১) রুজু হইলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শ্রীমঙ্গল র্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য অদ্য ১১/৩/২২ইং তারিখ ১৬.৩০ ঘটিকার সময় কমলগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হইতে গ্রেফতার করিতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করিয়াছে মর্মে স্বীকার করে। তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলিতেছে।
Development by: webnewsdesign.com