রোনালদোর বান্ধবী জর্জিনাকে দেখা যাবে নেটফ্লিক্সে 

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ৩:১২ অপরাহ্ণ

রোনালদোর বান্ধবী জর্জিনাকে দেখা যাবে নেটফ্লিক্সে 
apps

নেটফিক্সে অভিনয়ে দেখা যাবে ক্রিস্তিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে। নিজের জীবনী নিয়ে নির্মিত একটি মিনি সিরিজে অভিনয় করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্জিনা নিজেই এই ঘোষণা দিয়েছেন।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে পাড়ি দেন পর্তুগিজ ফুটবল স্টার রোনালদো। তখন থেকে জর্জিনাও রোনালদোর সঙ্গে তুরিনেই থাকছেন। জর্জিনার গর্ভে রোনালদোর একটি কন্যা সন্তানেরও জন্ম হয়েছে।

নেটফ্লিক্সের ঘোষণা অনুযায়ী, সিরিজটিতে জর্জিনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। মানুষের জানা গল্পগুলো থেকে শুরু করে জর্জিনার অনেক ব্যক্তিগত দিকও ফুটে উঠবে এতে। রোনালদোর পারিবারিক জীবন কেমন সেটিরও দেখা মিলবে এক ঝলক।

Development by: webnewsdesign.com