নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী কাউসার মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোরে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কাউসার উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আনিচুর রহমান মোল্লা জানান, কাউসার মিয়ার নামে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার নামে বেশকয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বেশকিছুদিন ধরেই সে পলাতক ছিল।
উপজেলার আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অলটেক্স টেক্সটাইল মিলস নামে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় (রূপগঞ্জ থানার মামলা নাম্বার ২৮(১১)২০২০) সংশ্লিষ্ট থাকার সন্দেহে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com