নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সেবা সিএনজি স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ -পরিদর্শক মেরাজুল ইসলাম জানান লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি, চেষ্টা চলছে। অন্য কোথাও হত্যা করে রাতের আধারে লাশ এখানে ফেলে রেখে গেছে হত্যাকারী প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বানীয়রা খালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের নাম পরিচয় কিছু জানা যায়নি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Development by: webnewsdesign.com