আল-জাজিরার নিউজের স্ক্রিনশট

রুশ অভিযানে ১৮৩ শিশু নিহত, দাবি ইউক্রেনের

সোমবার, ১১ এপ্রিল ২০২২ | ১:১৮ অপরাহ্ণ

রুশ অভিযানে ১৮৩ শিশু নিহত, দাবি ইউক্রেনের
apps

রুশ বাহিনীর সামরিক অভিযানে ইউক্রেনে ১৮৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ন্যায়পাল লুদমিলা ডেনিসোভা দাবি করেছেন, রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৮৩ শিশু নিহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে আল-জাজিরার পক্ষে শিশু নিহতের এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এরই মধ্যে সোমবার ৪৭তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

Development by: webnewsdesign.com