রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিদায় অনুষ্ঠানের মঞ্চ বানাতে গিয়ে এরশাদ আলী (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে ১৭ সিরিজের বিদায় অনুষ্ঠানের মঞ্চের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যু এরশাদ আলী কুড়িগ্রাম সদর থানার বাচ্চু মিয়ার ছেলে। রাজশাহী মহানগরীর মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরশাদ একজন নির্মাণ শ্রমিক ছিলেন। শুক্রবার ভোরের দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে ১৭ সিরিজের বিদায় অনুষ্ঠানের মঞ্চের বিদ্যুতের কাজ করার সময় শক লেগে তিনি গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার পারিবারের সদস্যরা আসলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Development by: webnewsdesign.com