জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত । ২০২০ সালের ৫ ফেব্রæয়ারি থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস।
দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হলো “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এটাই আমাদের অঙ্গীকার”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রæয়ারি ) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ পালিত হয়েছে জাতীয় গ্রন্থগার দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবসের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। এতে অন্যান্যদের মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com