বর্তমান দলে নতুন কোনো ফুটবলারের প্রয়োজন নেই বা কোনো অনুভবও করেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ইউরোপে খেলোয়াড়দের ট্রান্সফার এখনও খেলো রয়েছে। আর অনেক বিশেষজ্ঞ রিয়ালকে নতুন ফুটবলার কেনার জন্য পরামর্শ দিচ্ছেন। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা জানিয়ে দেন রিয়ালের বর্তমান স্কোয়াড নিয়েই তিনি খুশি।
এক সাক্ষাতকারে জিদান বলেন, সবাই তাদের নিজস্ব মতামত দিতে পারে। আমার মতে, আমার কাছে সবসময়ই সেরাটা ছিল এবং মাদ্রিদে সবসময় সেরাকেই প্রাধান্য দেয়। খেলোয়াড়দের দল-বদল আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, দিন শেষে আমাদের এখনও অনেক খেলোয়াড় রয়েছে। আপনি কি আরও খেলোয়াড় দেখতে চান? কিসের জন্য? তারা সবাই খুব ভালো মানের। আমি সত্যিই তাদের নিয়ে খুশি।
Development by: webnewsdesign.com