অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে আনা হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট কেসিএস’র চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘একটি প্রতারণা মামলায় হাজিরা দিতে সাহেদকে চট্টগ্রাম আনা হয়েছে। রবিবার তাকে আদালতে হাজির করা হবে। হাজিরা শেষে তাকে ফের ঢাকায় পাটিয়ে দেয়া হবে।’
উল্লেখ্য, গত ১৩ জুলাই নগরীর ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে একটি অর্থআত্মসাৎ ও প্রতারণা মামলা দায়ের করেন সাইফুদ্দিন মহসিন নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন সাহেদ প্রতারণার মাধ্যমে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, ২০১৭ সালের ৫ মার্চ সাহেদ মেগা মোটর্সকে বিআরটিএ চেয়ারম্যানের স্বাক্ষর করা একটি পরিপত্রের ফটোকপি দেয়। সেখানে ২০০ সিএনজি থ্রি-হুইলারকে ঢাকা সিটিতে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে উলেখ ছিল। পরে বিআরটিএতে যোগযোগ করলে পরিপত্রের ফটোকপিটি ভুয়া বলে সেখান থেকে জানানো হয়।
Development by: webnewsdesign.com