রিজভীর রোগমুক্তি কামনা করে কুড়িগ্রামে মসজিদে মসজিদে দোয়া

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ১:৫৪ অপরাহ্ণ

রিজভীর রোগমুক্তি কামনা করে কুড়িগ্রামে মসজিদে মসজিদে দোয়া
apps

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনা করে তার নিজ জেলা কুড়িগ্রামে বাদ জুমআ বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির দলীয় নেতা কর্মী ও স্থানীয় জনগণের উদ্যোগে শুক্রবার জুমআর নামাজ শেষে কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন মসজিদে তার রোগমুক্তি কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী গত মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রসক্লাবে একটি মানববন্ধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে তিনি বক্তব্যও প্রদান করেন। এরপরই হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Development by: webnewsdesign.com