রাবি বন্ধ ক্যাম্পাসে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ৫:৪১ অপরাহ্ণ

রাবি বন্ধ ক্যাম্পাসে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ
apps

করোনাকালে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। তারপরও ক্যাম্পাসের রাস্তায় নেমে এলেন কিছু তরুণ। তাদের শ্লোগান ছিল- ‘তুমি কে আমি কে, বঞ্চিত, বঞ্চিত। কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

বিক্ষোভকারীরা সবাই রাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তারা প্রেম বঞ্চিত। তাই তারা ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামে থাকা একটি সংগঠনের সদস্য।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) বিশ্ব ভালোবাসা দিবসের সকালে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাদের বক্তব্য, অনেকে একাধিক প্রেম করে। আবার কারও কপালে একটিও জোটে না। তাই তারা বিক্ষোভ করে এর প্রতিবাদ জানিয়েছেন।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে মিছিলটি বের করা হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আমতলায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এরপর সেখানে সমাবেশ হয়। সেখানে বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি তামির হোসনি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনিসহ আরও অনেকে বক্তব্য দেন।

মিছিলের আগে সংগঠনের পক্ষ থেকে কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আর মিছিল শেষে সংগঠনটি বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা করে।

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৪

Development by: webnewsdesign.com