রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল সংলগ্ন একটি পুকুর থেকে মর্টার শেল উদ্ধার । মঙ্গলবার পুকুরে মাছের খাবার দেওয়ার সময় এটি লক্ষ্য করেন মেহেরচণ্ডী এলাকার মাছচাষি শরীফ। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা মতিহার থানা পুলিশকে খবর দেয়। মর্টারশেলটি সক্রিয় কিনা তা এখনও জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ এসে শেলটির একটি জব্দ তালিকা তৈরি করে। বর্তমানে বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে এটি।
তিনি আরও বলেন, র্যাবকে খবর দেওয়া হয়েছিল । র্যাব-৫ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি মুক্তিযুদ্ধকালীন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে প্রতিদিনের ন্যায় পুকুরে খাবার দেওয়ার সময় মাছচাষি শরিফ শেলটি দেখতে পায়। তিনি বিষয়টি পাশে থাকা স্থানীয় যুবক তানজীর আহমেদকে জানান। তানজির পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে মর্টারশেলটি চারদিকে থেকে ঘিরে রেখেছে। মাছ চাষি শরিফ জানান, দুই দিন আগে পুকুরে খাবার দেওয়ার সময় মর্টারশেলের সাথে পা লেগে কেটে যায়। তখন এটি কি বুঝতে পারেন নি। মঙ্গলবার ফের খাবার দেওয়া সময় পায়ে লাগে। তখন তিনি শেলটি দেখতে পান। এবং তানজীর আহমেদকে জানান।
স্থানীয় যুবক তানজীর আহমেদ বলেন, শরিফুল ভাই আমাকে জানান পুকুর পাড়ে একটি জিনিস পাওয়া গেছে বোমা সদৃশ্য। ঘটনাস্থলে এসে মর্টার শেলটি দেখতে পাই। পরবর্তীতে পুলিকে খবর দিই।
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বদ্ধভূমির পাশে পুলিশ বক্স সংলগ্ন এলাকায় মর্টার শেলটি পড়ে আছে। যার চারদিক ঘিরে রাখা হয়েছে। পাশে অবস্থান করছে র্যাব ও পুলিশের সদস্যরা। সেখানে পাওয়া যায় কথা হয় র্যাব সদস্য নাজমুলের সঙ্গে তিনি বলেন, আমাদের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর্টারশেলটি সক্রিয় না নিষ্ক্রিয় জানা যায় নি। ঢাকায় খবর দেওয়া হয়েছে। এক্সপার্টরা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছিল পাকিস্তানির হানাদার বাহিনীর ক্যাম্প। সম্প্রতি হলের পূর্বপাশে পুকুর খননের কাজ শুরু হয়েছে। খননের মাটি দিয়ে পাশ্ববর্তী পুকুরে পাড় বাধানো হয়েছে। অনেকেইর ধারণা মাটির সাথে মর্টার শেলটি চলে গেছে পুকুরে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মর্টার শেলটি এখন ঘিরে রাখা হয়েছে। আগামীকাল ঢাকা থেকে র্যাবের এক্সপার্টরা আসবে বলে জানতে জানতে পেরেছি। তখন জানা যাবে এটি সক্রিয় বা নিষ্ক্রিয় কিনা। এর আগ পর্যন্ত নিরাপত্তার স্বাথে এটি ঘিরে রাখা হয়েছে।
Development by: webnewsdesign.com