ব্রাজিলের বিদায়

রাবিতে নাচলেন আর্জেন্টিনা সমর্থকরা

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | ৮:৫৫ অপরাহ্ণ

রাবিতে নাচলেন আর্জেন্টিনা সমর্থকরা
রাবিতে নাচলেন আর্জেন্টিনা সমর্থকরা
apps

অতিরিক্ত সময়ে এসে ম্যাচের ১০৫তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। কিন্তু ১১৬তম মিনিটে মি¯øাভ ওরচিকের পাস থেকে বল পেয়ে রুনো পেতকোভিচের দুর্দান্ত এক শট জড়িয়ে যায় ব্রাজিলের জালে। ১-১ গোলে সমতা হওয়ায় পেনাল্টি শুটআউটে যেতে হয় ব্রাজিল-ক্রোয়েশিয়াকে। ঘটে বিপত্তি। পেনাল্টি শুটআউটে দুই গোল মিস হওয়ায় ক্রোয়েশিয়ার কাছে পরাজয় বরণ করতে হয় ব্রাজিলকে। এমন পরাজয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রাজিল সমর্থকরা ভেঙে পড়লেও খুশিতে নাচতে দেখা যায় আর্জেন্টিনা সমর্থকদের।

খেলা শেষ হওয়া মাত্রই আর্জেন্টিনা সমর্থকরা শরীর থেকে কাপড় চোপড় খুলেই নাচতে শুরু করেন। এ নাচ প্রায় পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। বিভিন্ন স্নেগানে থমথমে পরিবেশ বিরাজ করছিল পুরো ক্যাম্পাসে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সফিকুল ইসলাম বলেন, ব্রাজিলের পরাজয়ে আমরা খুশি। পাঁচবারের চ্যাম্পিয়ন বলে দাবি করে ব্রাজিল সমর্থকরা। এখন কোথায় তাদের দল? ব্রাজিলের পরাজয়ে আনন্দ মিছিল করবো আমরা। আমাদের প্রিয় দলের খেলা একটু পর। তাদের জন্য শুভকামনা।’

আরিফুল হক নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরাজয়ের ঘণ্টা বাজতেই শরীরের কাপড় খুলে ফেলি। কারণ আমাদের দলের বিপক্ষে তাদের অবস্থান। আমাদের দলের জন্য সবসময় তারা বদদোয়া করে। যেহেতু আজ সুযোগ পেয়েছি ব্রাজিলের পরাজয়ে নেচেছি।’

আরেক আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘ব্রাজিলের পরাজয়ে একদিকে যেমন খারাপ লাগছে অন্যদিকে ভালোও লাগছে। আমি চেয়েছিলাম ব্রাজিল জিতুক এবং সেমিফাইনালে আমার প্রিয়দল আর্জেন্টিনার সঙ্গে খেলা পড়বে। কিন্তু সেটা হলো না সেই জন্য খারাপ লাগছে। তবে আমার দলের জন্য শুভকামনা।’

Development by: webnewsdesign.com