রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৮:০২ অপরাহ্ণ

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
apps

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুনা।
বিশেষ অতিথি , এসিল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, ভাইসচেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি জাহিদ ইকবাল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সন্ধ্যা সাড়ে ৭ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Development by: webnewsdesign.com