রাণীশংকৈলে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | ৫:০৯ অপরাহ্ণ

রাণীশংকৈলে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ
apps

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৮৮)এর ত্রি বার্ষিক নবগঠিত কমিটির শপথ গ্রহণ ২৫ নভেম্বর বৃহস্পতিবার কমিটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন’র আহবায়ক নূর ইসলাম ছুটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।

উদ্বোধক ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। প্রধান বক্তা ছিলেন, জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সভাপতি আশরাফ আলী বাটলা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’ লীগ সহ-সভাপতি মুক্তার আলম, আ’লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জাতীয়পার্টি ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান,পৌর আ’ লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- শ্রমিক নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরাসহ বক্তারা তাদের বক্তব্যে নূতন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের সংগঠনকে আরো সুশৃঙ্খল, শক্তিশালী ও জনসেবাধর্মি করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্টানটি ঞ্চালনা করেন মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সাবেক সাধারণ সম্পাদক রুস্তম আলী

Development by: webnewsdesign.com