ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত (২২ জুন) রাত সাড়ে বারোটায় দিকে বিষাক্ত সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক উপজেলার টেকিয়া মহেষপুর গ্রামের মৃত জোমসেদ মরলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ষটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় খেয়ে দেয়ে শুয়ে পরে রাত সাড়ে বারোটার দিকে মোবাইল ফোনে কথা বলার সময় হাতে কামড় দিলে, সঙ্গে সঙ্গে ডাক চিৎকারে পরিবারের লোকজন ও এলাবাসি মিলে স্থানীয় কবিরাজের কাছে প্রায় ঘন্টা খানিক ধরে ঝাঁরফুক করে বিষ না নামলে। অন্য জায়গায় নিয়ে যেতে বলে অটো যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরদিন সকালে মাটি খুরে জীবিত অবস্থায় সাপটিকে বের করলে ধারনা করা হচ্ছে এটি গোহমা সাপ। পরে সাপটিকে এলাকার লোকজন মেরে ফেলে। এ নিয়ে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Development by: webnewsdesign.com