রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপনে অনুষ্ঠান ও মাস্ক বিতরণ

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৭:১৯ অপরাহ্ণ

রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপনে অনুষ্ঠান ও মাস্ক বিতরণ
apps

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আগামি ১৪ এপ্রিল ১ বৈশাখ ১৪২৮ উদযাপনে ১ দিন আগে ১৩ এপ্রিল মঙ্গলবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে পরিষদ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিষদ সম্পাদক সাবেক সংসদ সদস্য

অধ্যাপক ইয়াসিন আলি, আলীগ সভাপতি, পরিষদ উপদেষ্টা অধ্যক্ষ সইদুল হক, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পরিষদ কোষাধ্যক্ষ অধ্যাপক বেনুগোপাল বসাক, গ্রন্থনা সম্পাদক প্রভাষক সুকুমার চন্দ্র মোদক, সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক প্রশান্ত

বসাক, সদস্য শিক্ষক আবু শাহানশাহ ইকবাল। বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কুলিক নাট্য সংস্থার পরিচালক অনিল বসাক, সদস্য প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ি ইস্তেখার আলমসহ সাংস্কৃতিক কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। পরে, পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com