রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১লা বৈশাখ।

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন
বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন
apps

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, বৈশাখ উদযাপন পরিষদ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন শেষে, উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গনে, বৈশাখী মঞ্চে (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আরোও পড়ুন: রাণীশংকৈলে ৭৮০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, থানার ওসি মুহা আরশেদুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, মোখলেসুর রহমান বকুল মজুমদার, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি ইয়াসিন আলী, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল। রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন’র সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির,রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ আলম শাওন প্রমূখ।

আরোও পড়ুন: রাণীশংকৈলে জবাই করা গাভীন গরুর মাংস এতিমখানায় বিল্লি ও কসাইকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Development by: webnewsdesign.com