রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | ১:০৯ অপরাহ্ণ

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
apps

সরকারের প্রণোদনা প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলার কৃষি অফিস চত্বরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্থানীয় এমপি’র প্রতিনিধি আলিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা,কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম । পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে প্রত্যেককে ২০ কেজি গম,ভূট্টা,সরিষা বীজ এবং ডিএপি ও এমওপি ২০ কেজি করে সার দেয়া হয়।

Development by: webnewsdesign.com