ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার(৪ মার্চ)ভোর ৪ টায় উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর আ’ লীগ নেতা সাধন বসাককে উপজেলা গোরকই মন্দির মেলা থেকে গ্রেফতার করেছে করেছে থানা পুলিশ। সাধন পৌর শহরের মৃত ডা.নিত্যানন্দ বসাকের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি মুহা.আরশেদুল হক জানান সাধন বসাককে পূর্বের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com