রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | ৮:০৩ অপরাহ্ণ

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে
apps

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৯ ডিসেম্বর বৃহস্পতিবার) আন্তর্জাতিক দূর্নীতি দিবস পালিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও থানার এসআই মমিনুল ইসলাম।

এ ছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা,শিক্ষক-ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন-কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক, সহ-সভাপতি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সমাজসেবক আব্দুল খালেক।সভায় সর্বাগ্রে ব্যক্তিজীবনে দূর্নীতিমুক্ত থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়।

Development by: webnewsdesign.com