ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন শনিবার (১৪ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মেয়র প্রার্থীতা ঘোষণা করেন । এসময় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কাননের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল রানা,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মুন্নাফ হোসেন বাবু, আশরাফুল আলম, খাদেমুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , মানিক আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবীব ডন, প্রচার সম্পাদক রুবেল হক মাষ্টার, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক হোসেন । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি – সম্পাদক সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা সভাপতি কাননের পৌর মেয়র প্রার্থীতা ঘোষণাকে সাদরে গ্রহণ করেন এবং সব রকমের সহযোগিতা করবেন বলে অভিমত প্রকাশ করেন ।
এসময় বক্তারা বলেন স্বেচ্ছাসেবক লীগ থেকে আমরা ভাইস-চেয়ারম্যান পেয়েছি ঠিক তেমনি আমরা আমাদের সভাপতিকে মেয়র হিসাবে পাবো, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে জয় আমাদের সুনিশ্চিত করতে সময় লাগবেনা, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সব রকমের সহযোগিতা করবো।
Development by: webnewsdesign.com