রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ৩:০৬ অপরাহ্ণ

রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু
apps

নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউল ইসলাম (৪২) মারা গেছেন। রবিবার (২৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। রেজাউল উপজেলার কালীগ্রাম দিঘীর পাড় গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

জানাগেছে, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর রেজাউল ইসলাম ব্যবসায়ী কাজ শেষে আবাদপুকুর থেকে হেটে বাড়ী ফিরছিলেন। পথি মধ্যে আবাদপুকুর-পতিসর রাস্তার মরুপাড়ার জীবনের কবরস্থানের অদুরে পৌছলে পিছন থেকে এক মটরসাইকেল আরোহি স্ব-জোরে ধাক্কা দেয়।

এতে রেজাউল ইসলাম এবং মটরসাইকেল আরোহি দুলাল হোসেন (৪৫) গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই দু’জনকেই রাজশাহী হাসপাতালে স্থানান্তর করে।

রবিবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যায়। মটরসাইকেল আরোহি দুলাল হোসেন একই এলাকার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের কেয়ামতুল্লার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন

Development by: webnewsdesign.com