রাণীনগরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ৪:১৮ অপরাহ্ণ

রাণীনগরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
apps

নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে অভ্যন্তরিন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে রাণীনগর খাদ্য গোডাউনে ফিতা কেটে উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপজেলা ধান চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম,খাদ্য গোডাউন কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য গোডাউন কর্মকর্তা জানান, চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ৯১৬ মেট্রিকটন ধান এবং মিলারদের নিকট থেকে ৩৭ টাকা কেজি দরে ১হাজার ৮৫৬ মেট্রিকটন সিদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১২৫ মেট্রিকটন আতব চাল ক্রয় করা হবে। উদ্বোধনে সরাসরি একজন কৃষকের নিকট থেকে এক মেট্রিকটন ধান ক্রয় করা হয়।

Development by: webnewsdesign.com