রাণীনগরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৬:৩৮ অপরাহ্ণ

রাণীনগরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
apps

নওগাঁর রাণীনগরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, সহকারি কমিশনার (ভ’মি) রাশেদুল ইসলাম, উপজেলা প:প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রানী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান, সম্ভনা এবং উন্নয়নমূলক কর্মকান্ড বেগবান করার বিষয়ে ও সমসাময়িক বিষয় নিয়ে নানাবিধ আলোচনা করা হয়।

Development by: webnewsdesign.com