রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের মূল হোতা চুয়াডাঙ্গায় আটক

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের মূল হোতা চুয়াডাঙ্গায় আটক
apps

রাজশাহী রেলস্টেশনে হামলার সাথে জড়িত মূল হোতা সুমন আহম্মেদ নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের মূলহোতা সুমন আহম্মেদকে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে এ ঘটনায় জিআরপি রাজশাহী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে|

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। মামলা হলে বিস্তারিত জানানো হবে।

Development by: webnewsdesign.com