রাজশাহী বিভাগে করোনাভাইরাসে (২৪ ঘন্টা) একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের রাজশাহীতে একজন, সিরাজগঞ্জে একজন এবং বগুড়ায় তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৩৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৮ জন, নওগাঁয় ৩৮ জন, নাটোরে ২১ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ১৪০ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের ১৩৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে ৩১ হাজার ১৫১ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৮২৯ জন কোভিড-১৯ রোগী।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭
Development by: webnewsdesign.com