রাজশাহী বিভাগে টানা ৫ দিনে করোনায় মৃত্যু নেই

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | ৪:০৮ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে টানা ৫ দিনে করোনায় মৃত্যু নেই
apps

রাজশাহী বিভাগে টানা পাঁচদিন করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত বুধবার বিভাগে দুইজনের মৃত্যু হয়েছিল। এরপর সোমবার পর্যন্ত কারও মৃত্যু হয়নি। বিভাগে এখন পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৮৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিভাগে নতুন ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে পাঁচজন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে দুইজন এবং পাবনায় একজন শনাক্ত হয়েছেন।

সোমবার বিভাগে ৪৯ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ছয়জন, নাটোরে ১১ জন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ২১ জন এবং পাবনায় নয়জন করে ব্যক্তি করোনামুক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৪৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭০৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৬১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন।

Development by: webnewsdesign.com