রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের সিরাজগঞ্জ জেলায় মৃত্যু হয় তার। এ নিয়ে বিভাগে এখন মোট মৃতের সংখ্যা এখন বেড়ে ৩২৫ জনে দাঁড়াল। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৯৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২২ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার বিভাগে নতুন ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ২৮ জন। বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২১ হাজার ৭৫০ জন।
এদের মধ্যে ২০ হাজার ২২২ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৫৭ জন।
Development by: webnewsdesign.com