রাজশাহী বিভাগে আরো ৭২ জনের করোনা শনাক্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪৪ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে আরো ৭২ জনের করোনা শনাক্ত
apps

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহী বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬৯ জন।

শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৩৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮৯ জন এবং সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ৫৮৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৮২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা: গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নওগাঁয় ১ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ১৫ জন, বগুড়ায় ৩০ জন, সিরাজগঞ্জে ৮ জন ও পাবনায় ১ জন।

 

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৩৩৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৮৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৬৩ জন, নওগাঁয় ১ হাজার ২৩৯ জন, নাটোরে ৯৪৭ জন, জয়পুরহাটে ১ হাজার ৫৭ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৮৭ জন ও পাবনায় ১ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮৯ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৯ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৫ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬ হাজার ৫৮৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ২৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ১৪১ জন, নাটোরে ৭৩৯ জন, জয়পুরহাট ৯৩৮ জন, বগুড়ায় ৬ হাজার ৩৯৬ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৫১৫ জন ও পাবনায় ৯৮১ জন।

Development by: webnewsdesign.com