রাজশাহী বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামানুসারে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে শিরোপা জিতেছে কাজিপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কাকলী খাতুন।গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি, বিশেষ অতিথি ছিলেন আনিসুর রহমান পুলিশ সুপার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক আব্দুল জলিল। সভাপতি করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈদুল ইসলাম। পরে অতিথি বৃন্দ পুরস্কার হিসেবে সনদপত্র ও মেডেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। এদিকে কাকলীর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন কাজিপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আব্দুল বাকী ,সহকারি শিক্ষক ( শরীর চর্চা) শাহীন হোসেন। সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
Development by: webnewsdesign.com