রাজশাহী বিভাগজুড়ে করোনায় ৩ জনের মৃত্যু: শনাক্ত ৫৬

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ

রাজশাহী বিভাগজুড়ে করোনায় ৩ জনের মৃত্যু: শনাক্ত ৫৬
apps

একমাসেরও বেশি সময় পর রাজশাহী বিভাগে একদিনে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে করোনায়। শুক্রবার তারা মারা গেছেন। এর আগে গত ১৮ অক্টোবর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল।

এরপর বিভাগে একদিনে দুইজনের বেশি মৃত্যু হয়নি। তবে শুক্রবার বিভাগের বগুড়ায় একজন ও নওগাঁয় দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়াল।

শনিবার (২১ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২০০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিভাগে নতুন ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪২ জন। বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২২ হাজার ২৮ জন। এদের মধ্যে ২০ হাজার ৩৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৭৬ জন।

Development by: webnewsdesign.com