রাজশাহী নগরীতে ৬ জুয়াড়ি আটক

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৪ পূর্বাহ্ণ

রাজশাহী নগরীতে ৬ জুয়াড়ি আটক
apps

রাজশাহীতে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।এলাকার একটি মুরগি খামারে জুয়ার আসর বসিয়েছিলেন তারা।

গ্রেপ্তার ছয়জন হলেন- বালিয়াডাঙ্গি গ্রামের সেন্টু (৩৭), শিহাব আলী (৩৫), রুবেল হোসেন (২১), বায়া ভোলাবাড়ি গ্রামের তাজরুল ইসলাম (৩৩) বড়বনগ্রাম নতুন চকপাড়া এলাকার সেলিম রেজা (৪০) এবং দক্ষিণ নওদাপাড়া মহল্লার রফিকুল ইসলাম (৩৫)।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুয়া খেলার সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয় প্যাকেট তাস ও নগদ ৬৭ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com