রাজশাহী নগরীতে মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:০৮ অপরাহ্ণ

রাজশাহী নগরীতে মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক
apps

রাজশাহী মহানগরীতে এক মহিলার ভ্যানেটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় হৃদয় (২৫) নামের এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

আটককৃত ছিনতাইকারী হৃদয় রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকার আলাউদ্দিনের ছেলে। ভুক্তভোগী নারী মোসা: সারমীন আক্তার নগরীর জিন্নানগর এলাকার সার্জেন্ট মামুন হাসান তরফদারের স্ত্রী ।

জানা যায়, মোসা: শারমীন আক্তার সাহেববাজার থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সন্ধা সাড়ে ছয়টার দিকে জিন্নানগর কসাইখানা মোড়ে পৌছানো মাত্র পিছন থেকে দুইজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগ টানদিয়ে কেড়ে নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে । ওই সময় শারমীন আক্তার ছিনতাইকারী বলে চিৎকার দিলে টহল পুলিশ সদস্যরা হৃদয়কে মোটরসাইকেলসহ আটক করে। তবে বাপ্পি নামের অপর এক যুবক পালিয়ে যায়।

এ বিষয়ে বিসিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুলাল জানান, গতকাল শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে বিসিক পুলিশ ফাঁড়ীধিন জিন্নানগর কসাইখানা মোড় এলাকায় নিয়মিত ডিউটি চলাকালিন সময় এক মহিলার চিৎকারে শুনকতে পায়। পরে তারা দেখেন তাদের সামনে দিয়ে দ্রুত গতিতে একটি কালো রঙের এ্যাপাচি মোটরসাইকেল দ্রুতগতিতে যাচ্ছে। সন্দেহ্ জনক মনে হওয়ায় তাদের থামানো হয়। এসময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক যুবক লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় হৃদয় ছিনতাইকৃত ভ্যানেটি ব্যাগসহ আটক করা হয়। থানায় জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা অপর ছিনতাইকারী হেতেমখাঁ কলাবাগান এলাকার হাবিবুরের ছেলে বাপ্পি জড়িত থাকার কথা স্বিকার করে ।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, আটককৃত ছিনতাইকারী হৃদয় ওপলাতক বাপ্পির বিরুদ্ধে শনিবার রাতেই দ্রুতবিচার আইনে মামলা রুজু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Development by: webnewsdesign.com