রাজশাহী নগরীতে দুটি দোকানে অগ্নিকাণ্ডে আহত ৩

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ

রাজশাহী নগরীতে দুটি দোকানে অগ্নিকাণ্ডে আহত ৩
apps

রাজশাহীর ভদ্ররা ভাঙ্গড়ি পট্টিতে দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে একটি দোকানে পরে অপরটিতে ছড়িয়ে পড়ে আগুন। পরে রাবি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- নগরীর বার রাস্তার মোড় এলাকার আইনুল হকের ছেলে মো: আলি হোসেন (৩০)। তিনি ওই ক্ষতিগ্রস্থ দোকানের মালিক। এছাড়া অপর আহতরা হলেন- নগরীর মিজানের মোড় এলাকার সেলিম হোসেন (২৪) ও শিশু মো: মিরাজ (১৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- সকালে দোকান খোলার পর বিউটি আইরন স্টোরের মালিক আলী হোসেন ও তার শ্যালক মিরাজসহ সেলিম নামের অপর কর্মচারী শান মেশিনে কাজ করছিলেন। সময় শান মেশিনের ফলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে। এতে আগুনের সূত্রাপাত হয় ।

এসময় পাশের দোকানের লোকজন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শান মেশিনের ফুলকার আগুন পরিত্যক্ত বডি স্প্রে বোতলে পড়ে। এতে আগুনের সূত্রাপাত হয়।

বোয়ালিয়া থানার এএসআই শামিম বলেন- আহত তিন জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।

Development by: webnewsdesign.com